বিজয়ের মাসে বিজয় দিবসের লগ্নে আরেকটি বিজয় প্রত্যাশিত

sukot reza lakotবিজয় দিবস’র তাৎপর্য আমাদের জীবনে পুরিপূর্ণতা পাক। এই বিজয় দিবসের শুভলগ্নে আমরা আরেকটি বিজয় অর্জনের দ্বারপ্রান্তে। স্বাধীনতার পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে ঐ বিজয় সুনিশ্চিত করতে হবে। স্বাধীনতা বিরোধী চক্রের (ঐক্যফ্রন্টের) হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের মানুষকে সুরক্ষা দিতে হবে। দেশের চলমান উন্নয়নকে গতিশীলতা দিয়ে এগিয়ে নিতে হবে। এই লক্ষ্যে আগামী ৩০ তারিখ জাতির সামনে যে দায়িত্ব রয়েছে তা পালন করতে হবে এবং বাংলাদেশে নামক রাষ্ট্রের জন্মদাতা বঙ্গবন্ধু এবং এর উত্তরাধিকার আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
কসবা-আখাউড়ার নয়নের মনি এবং উন্নয়নের কবি, দৃশ্যমান উন্নয়ন রূপদানকারী, আগামীর স্বপ্নপুরণের অঙ্গিকার ব্যক্তকারী জনাব এডভোকেট আনিছুল হককে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বর্তমান কসবা আখাউড়ার স্বর্ণজ্জ্বোল উন্নয়ন ভোগকারী হিসেবে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে আগামীর উন্নয়নে অংশীদ্বার হউন।
মানবতার মা, বিশ্বের বুদ্ধিমতি ও সততা এবং বিচক্ষণ এমনকি দ্রুত সিদ্ধান্তের জনক মাননীয় প্রধানমন্ত্রীকে স্বপদে বহাল রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের অভিষ্ট লক্ষ্যের দ্বারপ্রান্তে পৌঁছতে। আসুন এই এগিয়ে যাওয়ায় শরীক হই।
জনাব শওকত রেজা রতন
চেয়ারম্যান, কসবা উপজেলা কো-অপারেটিভ
বিশিষ্ট রাজনীতিবিদ।

Leave a Reply

Your email address will not be published.