সোহেল তাজকে সৈয়দ আশরাফের বিকল্প হিসাবে গড়ে তোলা হচ্ছে

সাবিনা আফরিন॥ সোহেল তাজকে আওয়ামীলীগের রাজনীতিতে সৈয়দ আশরাফের বিকল্প হিসাবে গড়ে তোলা হচ্ছে। জানা গেছে, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যার ঘটনায় নিহত চার জাতিয় নেতা ও তার পরিবারের প্রতি প্রচন্ড সহানুভূতিশীল। এমন সহানুভূতির কারনেই প্রচন্ড অসুস্থ এবং রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা স্বত্বেও আবারও সৈয়দ আশরাফকে বিশেষ ব্যবস্থায় তার নিজ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। সৈয়দ আশরাফ বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন।shohal tajke sayad asrafer
সৈয়দ আশরাফের বোন জামাই মেহেরপুর সদর আসনের এমপি ফরহাদ হোসেন দোদুল জানান, সৈয়দ আশরাফ নিজে মনোনয়ন নিতে আদতেই আগ্রহি ছিলেন না। তিনি রাজনীতিতেও আর সক্রিয় হতে আগ্রহী না, তার শারিরিক অবস্থাও সেটা পারমিট করে না।
কিন্তু নেত্রি তারপরেও তাকে পাশে রাখতে চান। কারণ হিসাবে এমপি দোদুল জানান, নেত্রি চার জাতীয় নেতার পরিবারকে সব সময়েই মুল্যায়ন করে আসছেন। এই চার পরিবারকে নেত্রি তার নিজের পরিবারই মনে করেন। সে কারনে তিনি এবার রাজশাহীতে মেয়র হিসাবে আবারও নিহত চার জাতীয় নেতার একজন এ এইচ এম কামরুজ্জামানের ছেলে খাইরুজ্জামান লিটনকে বেছে নিয়েছেন। এর আগের নির্বাচনে লিটন হেরে গিয়ে রাজনিতিতে একরকম হারিয়ে গিয়েছিলেন। কিন্তু নেত্রি তাকে আবারও তুলে এনে যথাযথ মূল্যায়ন করেছেন।
আওয়ামীলীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ সুত্রগুলি বলেছে, গত মেয়াদের আওয়ামীলীগ সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব থেকে অব্যহতি নেয়া নিহত জাতীয় চার নেতার আরেকজন তাজউদ্দিনের ছেলে সোহেল তাজকে নেত্রি নিজ সন্তানের মতোই স্নেহ করেন। সোহেল তাজ দেশে আসলে পরিবার নিয়েই গণভবনে এসে উঠেন। দেশে থাকাকালীন সোহেল তাজ নিজ পরিবারের সদস্য হিসাবেই গণভবনেই থাকেন। সোহেল তাজও নেত্রিকে নিজের মা তথা অভিভাবকের চোখে দেখেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেও পরবর্তীতে সোহেল তাজের জায়গাতে তারই আপন বোন সিমিন হোসেন রিমিকেই মনোনয়ন দিয়ে জিতিয়ে নিয়ে আসেন। এই পরিবারের বাইরে অন্য কাউকেই শেখ হাসিনা নেতা বা সংসদ সদস্য বানাননি।
প্রাপ্ত সুত্রগুলি বলেছে, সৈয়দ আশরাফ, সোহেল তাজ দুই নেতাই ব্যক্তিগতভাবে প্রচন্ড সৎ। শেখ হাসিনা তাদের সততার মূল্যায়ন বরাবরই করে এসেছেন। সোহেল তাজের মেধাকে শেখ হাসিনা কাজে লাগাতে চান। শেখ হাসিনার অনুরোধেই সোহেল তাজ দেশে ফিরে এসেছেন। বোন রিমির হয়ে কাজ করছেন। পাশাপাশি আওয়ামীলীগের হয়ে কাজ করবেন। জানা গেছে, আগামিতে সৈয়দ আশরাফের মতোই তাকে রাজনৈতিক ভাল জায়গাতে দেখা যাবে তবে সোহেল তাজ এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি, শুধু বলেছেন, নেত্রি যখন যে দায়িত্ব দেবেন, সেটা পালন করে যাবো।

Leave a Reply

Your email address will not be published.