আনোয়ার হোসেন॥ জান্নাতুল ফেরদৌস ঐশী, আশা ছিল, চেষ্টা ছিল। হেড টু হেড চ্যালেঞ্জ টপকে ফাইনালের মঞ্চেও ছিল তার পাদচারণা। কিন্তু মিস ওয়ার্ল্ডের মুকুট পড়া হলো না বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীর। মিস ওয়ার্ল্ড ২০১৮ আর আসর থেকে ছিটকে গেলো ঐশী। গত শনিবার চীনে বসেছে বিশ্ব সুন্দরী বাছাইয়ের এই আসর। বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে অনেক দূর এগিয়ে সেরা ২০ এ জায়গা করে নিয়েছিলেন তিনি। আর এই জায়গায় বাংলাদেশের হয়ে ঐশীই প্রথম জায়গা করে নেন।
এদিকে, প্রাথমিকভাবে তার বাদ পড়ে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, পারফর্মেন্স আর ভোটের ব্যবধান। তার সঙ্গে বাদ পড়ে গেছেন ভারত, জাপান, চীনের সুন্দরীরাও। এশিয়ার প্রতিযোগীদের মধ্যে বিশ্ব সুন্দরী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নেপালের সুন্দরী শৃঙখলা। সেরা ১২ বাছাইয়ে বাদ পড়লেও প্রথম বাংলাদেশি হিসেবে মিস ওয়ার্ল্ডের ফাইনালে জায়গা করে নেয়ায় প্রশংসায় ভাসছেন ঐশী। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশিরা।