মুক্তি পেল মুক্তিযুদ্ধের ছবি ‘পোস্টমাস্টার ৭১

আনোয়ার হোসেন॥ মুক্তি যুদ্ধের ছবিতে ফিরলেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী মৌসুমী। গতকাল মুক্তি পেয়েছে তাদের অভিনীত মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মাত সিনেমা ‘পোস্টমাস্টার ৭১’। ইমপ্রেস Post master filemটেলিফিল্ম প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন আবীর খান ও রাশেদ শামীম স্যাম। এ ছবিটি মুক্তি দেয়া হচ্ছে যমুনা বন্টকবাস্টার ও বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এছাড়াও গতকাল বেলা ৩টা ৫ মিনিটে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়। ছবির গল্পে উঠে আসবে, ১৯৭১ সাল। সারা দেশে যুদ্ধের পরিবেশ। চারদিকে থমথমে অবস্থা। পোস্ট অফিসে চাকরি করেন আরিফ। হঠাৎ একদিন পোস্টমাস্টারের কাছে একটি চিঠি আসে। তাতে লেখা থাকে, ওই পোস্ট অফিসের আশপাশে যত এলাকা আছে, সেখান থেকে যুবক ছেলেদের খুঁজে বের করে যুদ্ধের জন্য প্রশিক্ষণে পাঠাতে। চিঠির কথা অনুযায়ী, পোস্টমাস্টার আরিফ যুবকদের যুদ্ধের জন্য পাঠাতে থাকে।
মূলত তিনি সরাসরি যুদ্ধে অংশ না নিয়ে নেপথ্যে থেকে যুদ্ধের জন্য সবাইকে সংগঠিত করতে থাকেন। এর মধ্যে ব্যাপারটি জেনে যায় গ্রামের রাজাকার গুলজার। গুলজার তার বাহিনী নিয়ে পোস্টমাস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ অবস্থায় পোস্টমাস্টার কি পারবে দেশের হয়ে দেশ স্বাধীন করতে নাকি ধূলিসাৎ হয়ে যাবে তার স্বপ্ন। তা জানতে হলে দেখতে হবে সিনেমাটি। ‘পোস্টমাস্টার ৭১’ ছবিতে ফেরদৌস- মৌসুমী ছাড়াও আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, অমিত হাসান, আল মনসুর, নিঝুম রুবিনা, সানজিদ খান প্রিন্স প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.