দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিজয় শুভেচ্ছা

suvecha pm pবাআ॥ গত ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বাঙালির জাতীয় জীবনের সেরা অর্জনের দিন এটি। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের সূর্য উদিত হয়েছিল বাংলার আকাশে। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তারা বাণীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দলমত-নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন। এদিকে বিজয় দিবসে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.