বাআ॥ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় সহিংসতার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব হামলা ভাঙচুর বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গণভবন সূত্রে জানা গেছে, আজ সকালে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এই নির্দেশ দেন। তিনি ভোটের উৎসব মুখর পরিবেশ যেন নষ্ট না হয় তা নিশ্চিত করতে বলেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতাদের বলেছেন, নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ যেন কাউকে বাধা প্রদান না করে।
সকল নির্বাচনী এলাকায় নেতা কর্মীদের এই বার্তা পৌছে দেয়ার নির্দেশ দেন দলের সভাপতি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি চান দেশে একটি উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব হোক। ভোটাররা যেন নির্বিঘেন এবং নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণায় প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করেছে যে, তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। যদিও আওয়ামী লীগ বলছে, এগুলো জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির নাটক। কিন্তু প্রধানমন্ত্রী এই ঘটনায় যারাই দায়ী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।