কোন দলের নির্বাচনী প্রচারে হামলা না চালাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

hamla chalatea na pmবাআ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কোনো দলের নির্বাচনি প্রচারে হামলা না চালানোর জন্য। গত শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে নির্বাচনি প্রচারে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আজ রাজধানীসহ সারা দেশে গণসংযোগ করেছে ক্ষমতাসীন দলের প্রার্থীরা। রংপুর-৬ আসনে প্রচার-প্রচারণা চালিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও। এর আগে একইদিন সকালে রাজধানীতে ‘পতাকার বিজয়’ শিরোনামে আয়োজিত জাতীয় পতাকা নিয়ে এক মিছিল অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।
মিছিলটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে কৃষিবিদ ইনস্টিটিউটে যায়। সেখানে আলোচনায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলছি এটা তদন্ত করে নিই।’ একই সঙ্গে সাংবাদিকদের ওপর ড. কামাল হোসেনের দুর্ব্যবহার কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।’ এখনো দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ঢালাও গ্রেপ্তার চলছে এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন করে কোনো ওয়ারেন্ট হয়নি। যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আগে থেকেই ওয়ারেন্ট ছিল।

Leave a Reply

Your email address will not be published.