মানবিক ও নৈতিক শিক্ষাই প্রকৃত শিক্ষা-এএসপি আবদুল করিম

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার ঐতিহ্যবাহী সিডিসি স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) স্কুল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ’র সিনিয়র সহকারি পুলিশ সুপার আবদুল করিম। সিডিসি প্রতিষ্ঠাতা পরিচালক মো. সোলেমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্যানেল মেয়র আবু জাহের, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন পলা। সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিআরডিবি জুনিয়র অফিসার মো. রাসেল, সিডিসির প্রধান সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলি, সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বাংলা টিভি’র উপজেলা প্রতিনিধি মো. রুবেল আহমেদ, আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ভজন শংকর আচার্য্য ও বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন উজ্জ্বলসহ শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এএসপি মো. আবদুল করিম তাঁর বক্তব্যে বলেন, জাপানীরা এক সময় নিজেদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতো। প্রতিটি দ্বীপে ছিলো যুদ্ধ বিগ্রহ। এক সময় সঠিক নেতৃত্বের কারণে তারা শিক্ষা-দীক্ষায় মনোনিবেশ করে এবং নিজেদের ভুল বুজতে পারে। এখন তারা পৃথিবীর মধ্যে একটি শিক্ষিত ও সচেতন জাতি হিসেবে প্রতিষ্ঠিত। সুতরাং মানবিক ও সচেতন শিক্ষাই প্রকৃত শিক্ষা। সিডিসি স্কুল ৩২ বছর যাবত এই কাজটি করে কসবাকে এগিয়ে দিয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন স্টার বাংলা টিভি’র চেয়ারম্যান ও কালের ছবি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাছান আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মো. বজলুর রহমান, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃদুল, বায়েক এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসনে। পরে মেধাবী শিক্ষার্থীদ ও তাদের অভিভাবকদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.