প্রশান্তি ডেক্স॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাহান শেখসহ দত্তের বাজার ইউনিয়ন বিএনপির তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত সোমবার রাতে উপজেলার দত্তের বাজার গোহাটা মাঠে নৌকার নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকবাবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাহানশাহ খান বুলবুরেল সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা প্রতীকের পথসভায় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের হাতে ফুল দিয়ে তারা যোগ দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, দত্তেবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম, চরআলগী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মুনসুর, বিএনপি নেতা শাহ আলম সিদ্দিকী, শাহজাহান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।