ঐক্যফ্রন্ট এখন নির্বাচন থেকে সরে যাওয়া মানে নাটকিয়তা সৃষ্টি করা -কসবায় আইনমন্ত্রী আনিসুল হক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কসবায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহন। সকাল ৮ থেকে ৭৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত। এ আসনে দু’জন প্রার্থী থাকায় দ্রুত ভোটাররা ভোট দিতে পারছেন বলে ভোটারদের সাথে কথা বলে জানা যায়। প্রতিটি কেন্দ্রে নতুন ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। Ukko font akhon
ব্রাহ্মণবাড়িয়া-৪ নির্বাচনী এলাকা কসবা ও আখাউরা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বৈধ প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক ও ইসলামী আন্দোলনের মুফতী মো. জসিম। সকাল ১১টা ৪৫ মিনিটে আইনমন্ত্রী তাঁর গ্রামের বাড়ি পানিয়ারূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঐক্যফ্রন্টের এখন মাঠ থেকে সরে দাঁড়ানো আইনগত সময় নেই। সরে দাড়ানোর সময় ছিল ৯ ডিসেম্বর পর্যন্ত। এখন সরে যাওয়া মানে নির্বাচন নিয়ে নাটকিয়তা সৃষ্টি করা। তিনি বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশা করছেন। এসময় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অপরদিকে আইনমন্ত্রীর একমাত্র প্রতিদ্বন্দী মুফতি মো. জসিম উদ্দিন সকাল ৯টায় তার গ্রাম হাজীপুর শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যাপীঠ কেন্দ্রে ভোট প্রদান করেন।
এসয় তিনি জানান, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এভাবে ভোটগ্রহণ হলে জয়ের ব্যাপারে আমি আশাবাদি। কসবা উপজেলার শাহপুর উচ্চ বিদ্যালয়, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ প্রায় বেশ ক’টি কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা গেছে শতশত নারী-পুরুষ সারিবদ্ধভাবে তাদের নিজেদের ভোট প্রদান করছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মোট ভোটের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ২শ’ ৫৭। কসবার অংশে ২লাখ ২৩ হাজার ২শ’ ১৫ ভোট।

Leave a Reply

Your email address will not be published.