প্রশান্তি ডেক্স॥ ইতালির কাম্পানিয়া অঞ্চলের আধুনিক নেপলস শহরের পাশে প্রাচীন পম্পেই নগরীর কাছে পাওয়া গেছে বেশ কয়েকটি ঘোড়ার অবিকৃত জীবাশ্ম। দেশটির প্রতœতাত্ত্বিকরা এসব জীবাশ্ম খুঁজে পেয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইতালিয়ান নিউজ এজেন্সি এএনএসএ। খবরে বলা হয়, ঘোড়াগুলো সম্ভবত খ্রিস্টপূর্ব ৭৯ শতকে আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতের ছাইয়ের ভেতর দম বন্ধ হয়ে অথবা মাউন্ট ভিসুভিয়াসের উত্তপ্ত জলীয়বাষ্পে মারা যায়। ভিসুভিয়াসের অগ্ন্যৎপাতে পম্পেই এবং এর সংলগ্ন শহর হারকুলেনিয়াম ধ্বংসস্তুপে পরিণত হয়।
এতে মারা যায় শত শত মানুষ ও প্রাণী। ধ্বংসপ্রাপ্ত শহরটি পরে সংরক্ষণ করা হয়। খবরে বলা হয়, তিন-চারটি ঘোড়ার জীবাশ্ম আবিষ্কার করা হয়েছে। এসব পশুর মধ্যে একটি বর্ম দ্বারা আবৃত। এছাড়া সেখানে পাওয়া গেছে একটি উন্নতমানের ব্রোঞ্জসজ্জিত স্যাডল। যে বাড়ির সামনে এসব জীবাশ্ম পাওয়া গেছে, সেটি কোনো উচ্চ র্যাংকিংয়ের রোমান সামরিক কর্মকর্তার ছিল বলে ধারণা করা হচ্ছে। বাড়িটি থেকে ক্যাপরি দ্বীপ ও নেপলস উপসাগরের দৃশ্য দেখা যায়। এর আগে আঠারো শতকের শুরুর দিকে ওই এলাকায় খনন কাজ চালানো হয়।