বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কসবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার (১ জানুয়ারি) কসবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে নতুন বই বিতরণ করা হয়েছে। কসবা উপজেলার চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আলীম।
তাছাড়া কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। অপরদিকে কসবা সিডিসি স্কুল বই উৎসব পালন করেছে। সিডিসির প্রতিষ্ঠাতা পরিচালক মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা। সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; সিডিসির প্রধান সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলি, সহপ্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.