সাবিনা আফরিন খান, নিজস্ব প্রতিবেদক॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শপথ নেন গত বৃহস্পতিবার।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে তিনি নিজেও নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন। স্পীকার নিজের শপথ নিজেই পাঠ করেন।
প্রথমে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি (জাপা) ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। তবে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য শপথ নেননি।
শপথ শেষে পৃথক পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসছে আওয়ামী লীগ ও জাপা। এ বৈঠকে তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদীয় দলের নেতা নির্বাচিত হন।
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবনে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। এছাড়া শপথ উপলক্ষে সংসদ ভবনের নিশিছদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।