এডভোকেট আনিছুল হককে স্বপদে দেখতে চাই

AnisulHuqএডভোকেট আনিছুল হক এবং সফল মন্ত্রী ও সাদা মনের মানুষ। সৎ যোগ্য এবং পরিক্ষিত আইন মন্ত্রী। গত পাঁচটি বছর জাতিকে সেবা দিয়েছেন এবং আগামী সেবা দেয়ার দায়িত্বে দেখতে চাই। আমরা বিনয়ী আবেদন করছি এই বিজ্ঞ মানুষটিকে আবারো উক্ত মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দেখতে চাই। সাবেক ও বর্তমানের মিলনে পূর্ণ হউক বাংলার জনগণের আশা ও আকাঙ্খা।
আনিছুল হক বর্তমান সংসদ সদস্য এবং আগামীর মন্ত্রী। আবারো জোর দাবি জানিয়ে দেশবাসির সেবায় নিয়োজিত হতে আহবান জানাচ্ছি এবং খোদার দরবারে প্রার্থনা করছি সুস্থ্যতা ও দীর্ঘায়ূর জন্য।

Leave a Reply

Your email address will not be published.