আড়াই ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে যা নিয়ে আলোচনা

ary gonta roddar bytokপ্রশান্তি ডেক্স॥ রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মধ্যম সারির নেতারা। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের কেউ ছিলেন না, তবে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং সম্পাদকমন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার বৈঠকটি গত সোমবার বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। বৈঠক শেষে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রশান্তি নিউজকে বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছি। অন্য কোনো বিষয় নয়। বৈঠকে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, বেগম সেলিমা রহমান, এম মোরশেদ খান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published.