কসবায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

kasba dinbape kreshe poshekkhonভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প ফেজ- টু এর আওতায় চলতি রবি মৌসুমে কৃষক ও কৃষানীদের প্রশিক্ষন দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন (৩য় পর্যায় ) প্রকল্পের আওতায় দিন ব্যাপী এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষক ও কৃষানী অংশগ্রহন করে। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার বেগম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল আলীম। প্রশিক্ষন শেষে ৩০ জন কৃষক-কৃষানীদের প্রত্যেককে ৫শ টাকা করে সম্মানী দেয়া হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মাজেদুর রহমান বলেন; দেশে কৃষিখাতে উৎপাদন বাড়াতে এবং কৃষির প্রযুক্তি বিস্তার ও আধুনিক প্রযুক্তি স্থানীয় কৃষকদের মাঝে সম্প্রসারণ করা।

Leave a Reply

Your email address will not be published.