প্রশান্তি ডেক্স॥ একটি মহল পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। সবুজ পাহাড়কে অশান্ত করার সুযোগ দেয়া হবেনা। পাহাড়ের শান্তি রক্ষায় সকলে ঐক্যবদ্ধহয়ে দুর্বৃত্তদের রুখে দিতে হবে। পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক-সম্প্রীতি ও উন্নয়নের জোয়ার বইছে কিন্তু একটি স্বার্থন্বেষী মহল সবুজ পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চাইছে। এদের প্রতিহত করতে হবে।
গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা সেনা জোন সদরে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগের সাথে মতবিনিময়, কম্বল বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান ও হুইল চেয়ার বিতরনী অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান এসব কথা বলেন।
এসময় আরো বলেন, সেনাবাহিনী যেকোন প্রয়োজনে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সেনাবাহিনী মানুষের পাশে থেকে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। বর্তমান সরকারের সময়ে পাহাড়ে প্রতিনিয়িত উন্নয়ন হচ্ছে। আমরা দিন দিন উন্নয়নের মাত্রায় পৌঁছে দিয়েছি। আগামীতে আরো উন্নতি সাধিত হবে।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারমান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও পঙগুদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং জোন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লটকন গাছের চারা রোপন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম হিসেবে মেজর জেনারেল এসএম মতিউর রহমান।