বিমানের সাবেক এডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আনোয়ার হোসেন॥ কক্সবাজার বিমানবন্দরের জন্য জেনারেটর কেনার নামে সাড়ে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি বিমানের সাবেক সহকারী পরিচালকসহ (এডি) ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।Bemaner hd soho 6 mamla
গত রোববার রাতে দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডাসের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা ঢাকার সাবেক সহকারী পরিচালক ভবেশ চন্দ্র সরকার, কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার দফতরের সাবেক উপ-সহকারী পরিচালক শহীদুল ইসলাম মন্ডল, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ম্যানেজার মো. হাসান জহির, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা ঢাকার নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল অফরোজ।
দুদকের চট্টগ্রাম-২ অঞ্চল সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) এসি মো. গোলাম মোস্তাফা বলেন, দুদকের পক্ষ থেকে সাড়ে ৬০ লাখ টাকা আত্মসাতের দায়ে ছয়জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে।
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি খন্দকার ফরিদ উদ্দিন বলেন, দুদকের এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। যার নম্বর-২৬। মামলাটি তদন্ত করবে দুদক।

Leave a Reply

Your email address will not be published.