অনলাইন মিডিয়ার জন্য নীতিমালা করা হবে…তথ্যমন্ত্রী

আনোয়ার হোসেন॥ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অনলাইন মিডিয়া আজকের বাস্তবতা। অনলাইন মিডিয়ার বিকাশের পাশাপাশি এর সুষ্ঠু কাঠামোও প্রয়োজন। সেজন্য অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।Onlin medeyar jonno nete mala korahoba
গত (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে, সাংবাদিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে হাজার হাজার অনলাইন মিডিয়া। দেখা যাচ্ছে অনেকেই ঘরে বসে অনলাইন মিডিয়া চালাচ্ছেন। তাই এসব গণমাধ্যমকে নীতিমালার মধ্যে আনা জরুরি। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। এটাকে আরও এগিয়ে নিতে চাই।
মিডিয়ায় বিপ্লব ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, অনলাইন মিডিয়ার সঙ্গে স্যোশাল মিডিয়া পুরো ক্যানভাসটাকে চেঞ্জ করে দিয়েছে। ১০ বছরে ব্যাপক পরিবর্তন এসেছে। একজন মানুষ তার ইচ্ছা অনুভূতি ছাড়াও যে কোন তথ্য স্যোশাল মিডিয়ায় প্রকাশ করতে পারে। এ নিয়ে অনেক সময় বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি হয়। তাই সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের কল্যাণে বিভিন্ন বিষয় আমাদের ইশতেহারে আনা হয়েছে। যেমন সাংবাদিকদের আবাসনের ব্যাপার। এছাড়া প্রেস ক্লাবে একটি ৩১ তলা ভবন, বঙ্গবন্ধুর মিডিয়া কর্নারের কাজ শুরু করার জন্য চেষ্টা করা প্রয়োজন। কেননা এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে।
সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজ বোর্ড নিয়ে একটু আগে কথা বলেছি। ২৮ জানুয়ারির মধ্যে গেজেট হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে আপনাদের এখান থেকে আমি মন্ত্রণালয়ে যাব। আলাপ-আলোচনা করব কী করা যায়। আজকের বাস্তবতায়, ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজ বোডের মধ্যে আসা প্রয়োজন। অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সব সাংবাদিক চেষ্টা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে কিন্তু দু-একজনের ভুলের জন্য সব কমিউনিটির বদনাম হতে পারে না। সেজন্য আমি মনে করি, সাংবাদিক ইউনিয়নের দায়িত্ব কম নয়।
সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নতুন তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.