বেআইনি একটি দালানও নির্মাণ করতে দেয়া হবে না…গণপূর্তমন্ত্রী

আনোয়ার হোসেন॥ রাজধানীসহ সারাদেশে এখন থেকে বেআইনি একটি দালানও নির্মাণ করতে দেয়া হবে না, আর বসবাস অনুপযোগী ইমারত চিহ্নিতের কাজ শেষ হলেই চিহ্নিত ভবন ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।baIne akta dalano gorta dayajabena
গত সোমবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউক এবং মন্ত্রণালয়ের মধ্যকার সমন্বয় সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। সভায় রাজউকের ১১টি উইংয়ের কর্মকর্তা অংশ নেন।
তিনি বলেন, ‘নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। শনাক্ত হওয়ার পর এগুলো ভেঙে ফেলা হবে। কিছুটা সময় দিন। একটা পরিবর্তন দেখতে পাবেন।’
রেজাউল করিম বলেন, ঝুঁকিপূর্ণ ও বেআইনি ভবন অপসারণ ইস্যতে আদালতে এখনো ৮ হাজার মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকায় অনেক ঝুকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেন, সরকার আইন অমান্য করে কিছু করতে চায় না। প্রথমে ভবনগুলো ভাঙার জন্য মালিকদের অনুরোধ করা হবে। তারা নিজেরা না ভাঙলে তখন সরকারের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published.