প্রশান্তি ডেক্স॥ রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান প্রশান্তি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে আটককৃতদের হেফাজত হতে ৫৮০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৭০ পুরিয়া হেরোইন ও ২১০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।