রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৫

প্রশান্তি ডেক্স॥ রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।madok berode atok 65 jon
গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান প্রশান্তি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে আটককৃতদের হেফাজত হতে ৫৮০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৭০ পুরিয়া হেরোইন ও ২১০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.