ডিএনসিসির নির্বাচনে বাধা নেই

আনোয়ার হোসেন॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের বিষয়ে ঘোষিত তফসিলের বিষয়ে দেয়া স্থগিতাদেশ তুলে নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ঢাকা উত্তর সিটি নির্বাচনে কোনো বাধা নেই।DNCC nerbachone bada ny
গত বুধবার হাইকোটের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বৈঞ্চ এই আদেশ দেন।
ডিএনসিসির নির্বাচন নিয়ে করা রিটের শুনানিতে কোনো আইনজীবী অনুপস্থিত থাকায় এমন আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট কোর্ট সূত্রে।
পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবী ব্যারিস্টার মাঈনুল হাসান জানান, ডিএনসিসির নির্বাচন নিয়ে স্থগিতাদেশ তুলে দিয়েছেন হাইকোর্ট। সঙ্গে সঙ্গে রুলও খারিজ করেছেন আদালত।
মেয়র আনিসুল হকের মৃত্যতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি গত বছরের ৯ জানুয়ারি এ পদে উপ-নির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়াডের নির্বাচনের তফসিল দেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।
কিন্তু আলাদা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত বছর ১৭ জানুয়ারি ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যতালিকা ছয় মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে আরও ছয় মাসের জন্য নির্বাচন কার্যক্রম স্থগিত করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published.