ব্রাহ্মণবাড়িয়ায় চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

আনোয়ার হোসেন॥ ভারতবর্ষ নিয়ে বাংলাদেশিদের কৌতূহলের কমতি নেই। প্রতিবেশী দেশ আর মুক্তিযুদ্ধের মিত্র হওয়ার কারণেই হয়তো এমনটা। প্রতিদিন ভিসা নিয়ে ব্যবসা, চিকিৎসা ও অবকাশ যাপনসহ নানা কাজে ভারতে যান অসংখ্য বাংলাদেশি। তাই দিন যতই যাচ্ছে দেশে বিদ্যমান ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপও বাড়ছে।bramon bareya chalo hoyase
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ কমাতে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে এবার পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলায় চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। জেলা শহরের খৈয়াশার এলাকায় একটি ভাড়া বাসায় নতুন এ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে।
কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গত রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়ার এ কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেয়া হবে বলে জানা গেছে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় বহুল কাঙ্খিত এ ভিসা আবেদন কেন্দ্রটি চালু হওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরছে ভিসা প্রত্যাশীদের মনে। আগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে আবেদন জমা দিতেন ব্রাহ্মণবাড়িয়ার ভিসা প্রত্যাশীরা।

Leave a Reply

Your email address will not be published.