৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ

প্রশান্তি ডেক্স॥ আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিষয়টি প্রশান্তি নিউজকে নিশ্চিত করেছেন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা।50 hajer police neyag
বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ১০ বছরে অনেক পুলিশ নিয়োগ দিয়েছে। আগামী ৫ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে জনগণ সঠিক সেবা পেতে পারেন। বর্তমানে পুলিশ বাহিনীতে ২ লাখ ১২ হাজার পুলিশ রয়েছে। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টাসের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা প্রশান্তি নিউজকে বলেন, জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনশৃঙ্খলা ও জনশান্তি দুটোই বৃদ্ধি পেয়েছে। তাই পুলিশের সেবা অটুট রাখতে আরও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.