কসবা হাবিবুল ইসলাম মেমোরিয়েল স্কুলের পক্ষে, আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি নতুন মন্ত্রী সভায় দ্বিতীয় মেয়াদে গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী হওয়ায় আনন্দে kasba habebulউদ্বেলিত তাঁর নির্বাচনী এলাকা কসবার আপামর জনগন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এবং দ্বিতীয় মেয়াদে মন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর এলাকায় এই প্রথম আগমন উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে কসবা পৌর শহরের হাবিবুল ইসলাম মেমোরিয়েল স্কুলের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় স্কুলের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাড়িয়ে থেকে ফুল দিয়ে বরণ করেন প্রিয় মন্ত্রী আনিসুল হক এমপিকে। পরে আইনমন্ত্রী কসবা মহিলা ডিগ্রী কলেজে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পক্ষ থেকে প্রদত্ত মিউজুবাস এবং ফোর ডি মুভি বাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন লেখাপড়ার মানোন্নয়ন এবং এ উপজেলায় শক্তিশালী আগামী শিক্ষিত প্রজন্ম যাতে গড়ে উঠে সেদিকে তিনি নজর দিবেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর এপিএস এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান ও কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.