দুর্নীতির কালো ব্যধি থেকে সমাজকে মুক্ত করতে হবে… প্রধানমন্ত্রী

বা আ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির কালো ব্যধি থেকে সমাজকে মুক্ত করতে হবে। গত রোববার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দুর্নীতি কালো ব্যাধির মত ছেয়ে আছে। এর গোড়াপত্তন ৭৫ এর পরের শক্তি করেছে। সমাজকে এই কালো ব্যধি থেকে মুক্ত করতে হবে। সেই লক্ষ্য অর্জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে কাজ করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতির মত কালো ব্যধি থেকে দেশকে মুক্ত করতে হবে।durnete kalo bede thaka
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতেই হবে। মাদকের খারাপ দিকগুলো সমাজে বেশি বেশি প্রচারের মাধ্যমে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। যারা এই কঠিন কাজ সম্পন্ন করছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি।
এই মন্ত্রণালয়কে আরও শক্তিশালী করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল অনুযায়ী যানবাহন, জলযান ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবশ্যই পরিকল্পনা মাফিক চাহিদাপত্র প্রণয়ন করতে হবে।
যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘দেশের অর্থনীতির আকার যতো বাড়ছে, ততোই বাড়ছে রাস্তায় যানবাহনের সংখ্যা। ট্রাফিক সমস্যা এখন বড় সমস্যা। দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি, পথচারী ও নাগরিকরাও দায়ী। জীবনের ঝুঁকি নিয়েও মানুষ কেনো অস্বাভাবিক আচরণ করে, তা বুঝি না। যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।’ মানুষের জীবনের জানমাল নিরাপত্তাসহ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হবে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে।
উন্নয়ন প্রকল্পগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সে জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ, সার্বিক নিরাপত্তা বজায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। এর আগে, ১৩ই জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগ ও ১৭ই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.