সাম্যের এক চমৎকার বন্ধন

তাজুল ইসলাম তাজ॥ বাহ ! বাহ ! কি সুন্দর ছবি!! এই ছবিই যদি কোনো নতুন আবিষ্কারের কিংবা অনুপ্রেরণার হয়, কিংবা যদি হয় শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের। বিদায়ী অর্থমন্ত্রী মুহিতের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরতে দেখা গেছে নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে। সাবেক অর্থমন্ত্রীর বিদায়ী অনুষ্ঠানে বর্তমান অর্থমন্ত্রী ! রাজনৈতিক শিষ্টাচার এমনই হওয়া উচিত, যা শিক্ষনীয় ও অনুকরনীয়। shammer ak comotker bondon
বিদায়ী শুভেচ্ছা এবং নতুন স্বাগত জানানো ছাড়াও অনুষ্ঠানে নতুন অর্থমন্ত্রীকে বেশকিছু পরামর্শ দেন আবুল মাল আবদুল মুহিত। করদাতার সংখ্যা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরে জরিপ চালাতে নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামালকে পরামর্শ দেন সদ্যবিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়ে মুহিত বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় কর-জিডিপি অনুপাত কম। এটি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে ঢাকাসহ অন্য জায়গায় জরিপ চালানো যায়। এ জরিপে শিক্ষার্থীরা মানুষজনের বাড়ি, গাড়ি, লাইফস্টাইলের তথ্য সংগ্রহ করবে এবং পরবর্তীতে তার কত টাকা দেয়া উচিত সে বিষয়ে ধারণা দেবে। এর ভিত্তিতে এনবিআর ব্যবস্থা নেবে। মানুষজনের চরিত্রে পরিবর্তন আনতে এ ধরনের উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাহলে সবার টনক নড়বে।

Leave a Reply

Your email address will not be published.