তাজুল ইসলাম॥ কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী, স্বেচ্ছাসেবক লীগসহ নেতা কর্মী ও সমর্থকগণ মিলে এবার উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। যা সর্বজন গ্রহণযোগ্য এবং আগামীর রায় বিজয়ী বিরের বেশে মন্ত্রী আনিছুল হককে উপহার দিবে। এরা কর্মপ্রত্যয়ী এবং জনকল্যাণকামী; দলীয় আদর্শের কান্ডারী ও ধারক এবং বাহক। চেয়ারম্যান হিসেবে নির্বাচীত জনাব এডভোকেট রাশেদুল কাউছার জীবন ভ’ইয়া, ভাইস চেয়ারম্যান হিসেবে জনতার রায়ে মনোনীত জনাব মনির হুসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জনাবা ফারহানা সিদ্দিক (বুরী)। এই তিনের কম্বিনেশনে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগের তরী। মাননীয় মন্ত্রীমহোদয় এই তিন রতœকে সমর্থন দিয়ে বাকীদেরকে নির্বাচীত হয়ে আসার সুযোগ করে দিবেন। আশা করি এই তিনের সমন্বয়েই কসবা উপজেলা এগিয়ে যাবে এবং জনগণের আশা ও আখাঙ্খা পূরন হবে। জয় হউক কসবার জনগনের এবং মন্ত্রী মহোদয়ের। এর মধ্যেদিয়েই এগিয়ে যাক নৌকার উন্নয়ন ধারাবাহিকা।