প্রতি বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করতে হবে…শিক্ষা মন্ত্রণালয়

প্রশান্তি ডেক্স॥ ওয়াশ ব্লক পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়ার পর নতুন করে নিয়মিত কর্মসূচি হাতে নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের একদিন বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।prote brehos potebar shcool jaro deta hobe
আগামী ৩০ জানুয়ারি থেকে বছর জুড়ে চলবে এ কর্মসূচি। বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধায় নেওয়া হয়। গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এ ব্যাপারে আদেশ জারি করা হবে। বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘উন্নত শিক্ষার জন্য সুন্দর পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।’ তিনি জানান, কর্মসূচি শুরু করতে ঝাড়, বালতি বা অন্যান্য সরঞ্জাম এ সময়ের মধ্যে প্রস্তুত করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন থাকে এমন অভিযোগ পুরনো। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াশ ব্লক পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত থাকে না বলে বার বার অভিযোগ উঠলেও গুরুত্ব দেয় না বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কয়েক মাস আগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের টয়লেট পরিষ্কার নেই— এমন অভিযোগ ওঠার পর পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published.