ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ সম্প্রতি ঐক্যফ্রন্টের বিভেদ নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ঐক্য ফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মত। তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে সেহেতু তারা পরস্পরের কথা শুনবে কেন। তিনি গত মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এ সময় তিনি আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহন না নেয়া প্রসঙ্গে বলেন, গনতান্ত্রিক পদ্ধতিতে দেশে উন্নয়ন তারা চান না। তারা জানে জনগন তাদের চায়না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করছে। তাতে নির্বাচন প্রক্রিয়া কোন ভাবেই ব্যাহত হবে না। এদেশে গনতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডঃ রাশেদুল কায়সার ভূইয়া জীবন, এম,জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভৃইয়া বকুল, পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post