ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটের বিরাজমান সমস্যা নিয়ে দু’ দেশের এডিএম পর্যায়ে ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে সীমান্ত হাট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত হাটের অচলাবস্থা নিরসন ক্রেতা ও বিক্রেতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অতিথিপাশের বিষয়টিও আলোচনা করা হয়েছে। অতিথিপাশের বিষয়টি দুই দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। এসময় হাট ঘুরে দেখেন এবং ব্যাবাসায়ীদের সাথে কথা বলেন উভয় দেশের কমিটির নেতৃবৃন্দ। সভায় দুই দেশেরই হাটের ব্যাবস্থাপনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন । দুই দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভারতীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিপাহীজলা জেলার জেলা ম্যাজিস্ট্রেট সুরেশ চন্দ্র দাস এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুজ্জামান । এ সময় ভারতের পক্ষে আরো উপস্থিত ছিলেন; সিপাহী জলা জেলার এসডিএম সুধাকর সিন্ধি, ত্রিপুরার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমলেন্দু দেব, মধুপুর থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক ও কমলাসাগর বিওপি বিএসএফ কমান্ডার জে.ম্যাথিও ও বিশালঘর পঞ্চায়েত সমিতির সভাপতি দুলন সরকার হাজারী এবং বাংলাদেশের ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, ৬০ বিজিবি’র সহ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার ও কসবা থানা ওসি আবদুল মালেক।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post