সরকারের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে কিন্ডারগার্টেন বিশাল ভূমিকা রাখছে

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার খাড়েরায় পঞ্চগ্রাম জিলানীয়া শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার (৮ ফেব্রুয়ারি) আনন্দঘন পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। sorker kasba
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক মো.সোলেমান খান বলেন; সামাজিক চাহিদার কারনেই কিন্ডার গার্টেন স্কুলগুলো গড়ে উঠেছে। সরকারী প্রতিষ্ঠানগুলোতে প্রতিটি ক্লাশে ছাত্রসংখ্যা ৬০/৭০ জনেরও অধিক। এক্ষেত্রে কিন্ডারগার্টেনে মাত্র প্রতি বছর ২০ জনে ১ জন শিক্ষক দিয়ে আবার কোন কোন ক্ষেত্রে ১৫ জনে ১ জন শিক্ষক দিয়ে পাঠ কার্যক্রম চালাচ্ছে। সরকার এখনো প্রতিটি গ্রামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে কিন্ডারগার্টেন স্কুলগুলো বিশাল ভূমিকা পালন করছে। অথচ কিছু কিছু আতেঁল নেতিবাচক কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে। দেশে লক্ষ লক্ষ বেকার কিন্ডার গার্টেনে চাকুরী করছে। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন; আবদুল খালেক, কামরুল ইসলাম, মিলন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ১২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.