প্রশান্তি ডেক্স॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মূল্যবোধের আলোকে দেশ গঠনের সময় এখন। যে আদর্শকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তা বাস্তবায়নের সময় এসেছে।’ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে এসব কথা বলেন তিনি। সেখানে সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভা হচ্ছিল।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল সমতা প্রতিষ্ঠা। কিন্তু ১৯৭৫ সালের বিয়োগাস্তক ঘটনার পর তখনকার সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করে। জননেত্রী শেখ হাসিনা সবার সমান অধিকার ও সুযোগে বিশ্বাসী। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাচ্ছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র যেন কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে তা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা।’
মো. মাহবুব আলী উল্লেখ করেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তার কথায়, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্জন অনেক। সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছেন তিনি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার কাজ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।’
প্রতিমন্ত্রীর মন্তব্য, সোনারগাঁও হোটেলের নামের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। তাই এর সুনাম অক্ষুণ্ন রাখা শ্রমিক-কর্মচারীসহ সবার দায়িত্ব বলে মনে করেন তিনি, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় এই হোটেল আগের চেয়েও বেশি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। এখানে কমরত শ্রমিক-কর্মচারীদের ন্যায়সঙ্গত সব দাবি পূরণ করা হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার সময় এসেছে। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের জেনারেল ম্যানেজার পল ফ্ল্যাট ও সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজম খান।