দুদকের কাজের গতি বাড়ানো হবে…দুদক সচিব

আনোয়ার হোসেন॥ দুর্নীত দমন কমিশনের (দুদক) কাজের বিদ্যমান গতিকে উত্তরোত্তর বেগবান করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। গত সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। dodokar kaje gote barano
এসময় তিনি বলেন, যে কোনো কাজের মূলভিত্তি স্থাপন করেন নিম্ন পদস্থ কর্মচারীগণ। তাই তারা যদি সুচারুরূপে কাজটি শুরু করেন তাহলে এর একটি সফল পরিসমাপ্তি ঘটে। কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ সবার সমন্বিত প্রয়াসের মাধ্যমে সততা ও দ্রুততার সাথে কার্য সম্পন্ন করলে অভিযোগের অনুসন্ধান কিংবা মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি পাবে। এতে কমিশনের কাজের গতিও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এদেশের মানুষের হৃদয়ের আকুতি হচ্ছে দুর্নীতিকে কঠোরভাবে প্রতিরোধ করা। আমাদের নিজেদের প্রয়োজনে এবং উন্নয়নের সহাসড়কে আমাদের অবস্থানকে আরো দৃঢ় ও টেকসই করতে হলে দুর্নীতি প্রতিরোধের কোনো বিকল্প নেই। সকল প্রকার ‘সিস্টেম লসের’ পেছনে দুর্নীতি রয়েছে উল্লেখ করে দুদক সচিব বলেন, আমাদের সমন্বিতভাবে প্রতরোধ ও প্রতিকার করতে হবে।
তিনি বলেন, কমিশনে যে সকল অভিযোগ কিংবা পত্র আসে তা দ্রুত উপস্থাপন করে নির্ধারিত সময়-সীমার মধ্যে নিষ্পত্তি করতে হবে। তবে কাজের গুণগত মানেও কোনো আপোষ করা হবে না। এক্ষেত্রে কারও শৈথিল্য বরদাশত করা হবে না। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের আইনি দায়িত্ব হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা। তাই এই প্রতিষ্ঠানের কর্মে আমরা যারা জড়িত তাদের নিজেদের সকল প্রকার দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আর কেউ দুর্নীতিতে জড়ালে পরিণতি সুখকর হবে না।
দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কমচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.