তিন পার্বত্য জেলায় কোনো রোহিঙ্গা থাকতে পারবে না

প্রশান্তি ডেক্স॥ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এ তিন পার্বত্য জেলায় কোনো রোহিঙ্গা থাকতে পারবে না। রোহিঙ্গাদের পার্বত্য জেলাগুলো বাদ দিয়ে ভিন্ন জায়গায় অবস্থানের কথা ভাবতে হবে। আমাদের দেশের নাগরিক নয়, এমন কোনো ব্যক্তিকে পার্বত্য জেলাগুলোতে আশ্রয় দেয়া যাবে না।3 000
গত রবিবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।
লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান বলেন, বান্দরবানের রুমা উপজেলার সীমান্তে থাকা রোহিঙ্গাদের শিগগিরই তাদের নিজের এলাকায় ফিরে যেতে ব্যবস্থা নেবে প্রশাসন।
জেলা প্রশাসক মুহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুজ্জামান, বান্দরবান সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটু) মেজর ইফতেখার হাসান ও পৌর মেয়র মুহাম্মদ ইসলাম বেবীসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published.