অগ্নিকান্ডের প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান এরশাদের

আনোয়ার হোসেন॥ রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেছেন, তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার জন্য দায়ী অথবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া অগ্নি নির্বাপণে সংশ্লিষ্ট বিভাগের দক্ষতা মূল্যায়ন সাপেক্ষে অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা যুগোপযোগী করতে হবে।arshad ahotoder
এ অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় গত বৃহস্পতিবার এরশাদ এসব কথা বলেন।
শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া অগ্নিদ্বগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও জানান এরশাদ। অগ্নিকান্ডে নিহত ও আহতদের পরিবারকে যুক্তিযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন তিনি।
অনুরূপ শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এবং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
গত বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রচন্ড বেগ পেতে হয়।

Leave a Reply

Your email address will not be published.