প্রশান্তি ডেক্স॥ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ^বিদ্যালয়ে ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর ২টার দিকে বিশ^বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামী বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান। আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘খুব সঙ্গতভাবেই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এলেম, দেখলাম, জয় করলাম-এমনি করে হয়নি। দীর্ঘকাল জেল জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করে অনেক চিন্তাভাবনা করে ধাপে ধাপে সংগ্রামে সাফল্য লাভ করেই ‘জাতির পিতা’র অভিধান অর্জন করেছেন তিনি। তাঁর সাধনায় কোন ফাঁক ও ফাঁকি ছিলনা।’
তিনি আরো বলেন,‘একটি জাতির জনক হওয়া খুব বড় ঘটনা নাও হতে পারে। জিন্নাহও তো পাকিস্তানের জনক, কিন্তু শতসহ¯্র বছর ধরে ঐতিহাসিক ভাবে বিকশিত কোন জাতি রাষ্ট্র বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাসম্মত কোন রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেননি। তাই বঙ্গবন্ধুর সঙ্গে তার পার্থক্যটা আকাশ-পাতালের।’
আলোচনা সভায় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য ড. অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহারিয়ার জাহেদী মহুল।
এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন, ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ইয়াসিন আলী, অধ্যাপক তপন কুমার জোদ্দার বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শিরিনা বিথি।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহারয়ার জাহেদী বলেন, ‘আমরা কেবল মাত্র রাজনৈতীক স্বাধীনতা অর্জন করেছি। ৪৭ বছর পরও আমরা সামাজিক, নৈতিক ও রাাজনৈতীক মূল্যবোধ থেকে পিছিয়ে আছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বাংলা ভাষা ইউনেসকোর স্বীকৃতির পর পৃথিবীর সকল ভাষার অধিকার আদায়ে ভূমিকা হিসেবে কাজ করছে। ভাষা বিজ্ঞানীরা বলছে যেই হারে ভাষার বিনাস হচ্ছে তাতে ২১০০ সালের দিকে ৫০-৯০ শতাংশ ভাষা বিলিন হয়ে যাবে। সুতরাং আমাদের আন্তর্জাতিক মাতৃভাষার স্লোগান হওয়া উচিত ‘সেইভ দ্যা ইন্ডিভিজুয়ালস ল্যাঙ্গুয়েজস’। গত সোমবার থেকে ইসলামী বিশ^বিদ্যালয়ে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে প্রশাসন। এর দ্বিতীয় দিনের কর্মসূচী ছিল এই আলোচনা সভা।