শেখ মো. কামাল উদ্দিন॥ বিশ^ব্যাপী পবিত্র কুরআনের আওয়াজকে সুললিত কণ্ঠে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন পক্ষকালব্যাপী শুরু হচ্ছে সমগ্র বাংলাদেশের বিভিন্ন নগর মহানগরে। এরই অংশ হিসেবে আড়াইবাড়ী দরবার শরীফের পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (রহ) এর মাগফিরাত কামনায় আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) এর উদ্যোগে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সুপার মার্কেট প্রাঙ্গণে নবম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ১৭ ফেব্রুয়ারি রবিবার বাদ আছর শুরু হয়ে শেষরাত পর্যন্ত পরিচালিত হয়।
আল্লাহ তায়ালার অমীয় বাণী আল কুরআন তিলাওয়াত করে উপস্থিত ইসলাম প্রিয় মুসলিম জনতাকে বিমোহিত করে তোলেন খ্যাতনামা ক্বারীগণ। আড়াইবাড়ী দরবার শরীফের পীর আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে কুরআন তিলাওয়াতে বিশ^বিখ্যাত দেশ মিশর থেকে আগত ক্বারী শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ; দক্ষিণ আফ্রিকার শাইখ ক্বারী আবদুর রহমান সা’দিয়ান; তুরস্কের শাইখ ক্বারী ইয়াশার চৌহাদার; ইরানের শাইখ ক্বারী হামীদ শাকের নেজাদ; ফিলিপাইনের শাইখ ক্বারী নো’মান পিমবায়াবায়া; বাংলাদেশের অহংকার শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী ও ক্ষুদে শিক্ষার্থী জাররার সাঈদী।
এছাড়াও বাদ এ সম্মেলনে পবিত্র কুরআন সুন্নাহর আলোকে বয়ান পেশ করেন; হযরত মাওলানা ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক, মাওলানা মোসলেহ উদ্দিন সাঈদী, মাওলানা ওসমান গণি, মাওলানা গোলাম সাদেক চৌধুরী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা মোহাম্মদ নিয়ামাতুল্লাহ হাশেমী, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তি আলহাজ¦ হাসান উদ্দিন মোল্লা, তরুন রাজনীতিবিদ ছাত্রনেতা মো, মনির হোসেন, ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো, আবদুর রহিম, সাধারণ সম্পাদক মো, সফিকুল ইসলাম, শিক্ষানুরাগী রফিকুল আলম। কুরআন তিলাওয়াত শুনে ধর্মপ্রাণ জনতা মুহুর্মূহু শ্লোগান আর আল্লাহু আকবার ধ্বনীতে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে।
আড়াইবাড়ী হাক্কানীয়া হাফেজিয়া ও সাইয়্যেদা সুরাইয়া নূরানী মাদরাসার উদ্যোগে মাদরাসা ভবনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কসবা, আখাউড়া ও আশপাশের উপজেলা বিভিন্ন মাদরাসার শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এতে সেরা দশজনকে সনদ ও নগদ অর্থ উপহার দেয়া হয়।