আন্তর্জাতিক ডেক্স॥ হাও এবং লাই জি উভয়ই চীনের বাসিন্দা। পেশায় হাও একজন ট্রেন চালক আর লাই জি আরেকটি ট্রেনের অ্যাটেনডেন্ট। তাদের আরেকটি পরিচয় তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসেন। তবে পেশাগত কারণে দুজনে এত ব্যস্ত থাকেন যে একটু সময় নিয়ে কাছের মানুষটির সঙ্গে কথা বলতে পারেন। কারণ উভয়ের সময় যে ট্রেনের গতির সঙ্গে সঙ্গেই মিলে যায়। তা-ও আবার দুজনে কাজ করেন দুটি ট্রেনে।
তবে শত ব্যস্ততাও থামাতে পারেনি এই প্রেমিক-প্রেমিকাকে। একে অপরের প্রতি তীব্র আকর্ষণের কারণে দুই মিনিটের জন্য হলেও দুজন দুজনকে দেখা করার সময় বেছে নেন। স্টেশনে ট্রেন থামার ফাঁকে দেখে প্রিয় মানুষটির মুখ দেখে নেন।
সম্প্রতি এই কপোত-কপোতীর বিরল ভালোবাসার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই যুগলকে নিয়ে তাদের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর ব্যাখ্যায় বলা হয়েছে, দুইজন দুই ট্রেনে কাজ করার কারণে এক সঙ্গে মিলিত হতে পারেন না। দিনের একটি সময়ই ক্ষণিকের জন্য দুজনের সাক্ষাতের সুযোগ আসে। এই সুযোগটাই প্রেমিক হাও প্রেমিকার জন্য স্টেশনে ঘন্টাখানেক আগে এসে অপেক্ষা করতে থাকেন। অপেক্ষার পালা শেষে প্রেমিকার ট্রেনটি যখন এসে পড়ে তখন যাত্রী নামার সময়কালীন প্রেমিকার ট্রেনে উঠে যান প্রেমিক হাও। যাত্রীরা নামতে নামতেই
কথাবার্তা ও একে অপরকে জড়িয়ে ধরার পর্বটি সেরে নেন।
সম্প্রতি তাদের ভালোবাসার দৃশ্য ক্যামেরাবন্দি হলে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়। গণমাধ্যমকে এই জুটি জানিয়েছেন, তাদের এ ভালোবাসায় মুগ্ধ হয়েছে সবাই। তবে ক্ষণিকের অথচ খুবই আকর্ষণীয় এ ভালোবাসা দেখে অনেকে ট্রেন থেকে নামতে পর্যন্ত ভুলে যান কি না তা নিয়ে চিন্তিত জুটি। খুব শিগগিরই বিয়ে করবেন বলে জানিয়েছেন তারা।