কসবায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ২০২০ সালের মধ্যেই ডাবল রেল লাইনের কাজ সম্পন্ন হবে

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ২০২০ সালের অক্টোবরের মধ্যেই প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ডাবল রেল লাইনের কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদি। দেশের প্রতিটি kasba ral monrew 2020 shaler moddeঅঞ্চলের রেললাইনের মিটার গেজ এবং ব্রডগেজ এর কাজ ইতোমধ্যেই অনেকাংশেই অগ্রগতি হয়েছে। তাছাড়া স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ১৯৬৫ সালে প্রতিবেশী দেশ ভারতের সাথে দেশের যে ৮টি পয়েন্ট দিয়ে রেলব্যবস্থার যে সম্পর্ক ছিলো তা পুনরায় চালু করা হবে। শুধু তাই নয় ভারতের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে কসবা থেকে সরাসরি ট্রেনযোগে ভারতের যে কোন জায়গায় যাতে যাওয়া যায় সে ব্যবস্থা আমাদের সরকার করছে। রেলকে আমাদের সরকার আবার পুনর্জীবিত করতে চায়। যে দেশ যতবেশী উন্নত সেদেশের রেল ব্যবস্থাও তেমন উন্নত। আমরা বর্তমানে উন্নত দেশের স্বপ্ন দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছেন। গত শুক্রবার দুপুরে আখাউড়া- লাকশাম ডাবল লাইন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে কসবা রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন। তিনি উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি’র অংশগ্রহন না করার বিষয়ে বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা শুধু ক্ষমতায় যেতে চায়, দেশের উন্নয়ন এবং জনগন নিয়ে ভাবেনা। তিনি এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক’র উন্নয়ন কর্মকান্ডের ভূঁয়সী প্রসংসা করেন। এ সময় মন্ত্রীর সফর সংগী হিসেবে রেলওয়ে মহাপরিচালক মো.রফিকুল আলম ও রেলবিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ।

কসবা রেলমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.হায়াত-উদ-দৌলা খান, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, কসবা পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, পৌরকাউন্সিলর আবু জাহের, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন, ।
কসবায় জাতীয় ভোটার দিবস পালিত
ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ভোটার হব ভোট দেব- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত শুক্রবার ( ১ মার্চ) সকালে কসবা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভৃইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান ও সাহেববাদ ডিগ্রী কলেজে অধ্যক্ষ মো.হুমায়ূন কবির। স্বাগত বক্তব্য রাখি উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মো.সাইফুল ইসলাম।
কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মো.সোহরাব হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষক- অভিভাবক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য বর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.