আনোয়ার হোসেন॥ সদ্য সমাপ্ত হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। নিরুত্তাপ এই রাজনীতির মাঠে দাপিয়ে বেড়ানো আতিকুলই এখন সিটির অভিভাবক। সেই হিসিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সিটির মেয়র পদে ভোট অনুষ্ঠিত হয়। ডিএনসিসিতে মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি)।
ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৮ লাখ ৭৯ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৫৮ হাজার ৬০২ ভোট।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ‘ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন কর্মকর্তা আবুল কাসেম এ ফলাফল ঘোষণা করছেন।
আতিকুল ইসলামের জীবনী: আতিকুল ইসলাম বাংলাদেশের একজন বিশষ্টি ব্যবসায়ী। তিনি ১৯৬৯ সালের ১ জুলাই কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে আতিকুল ইসলাম তৈরি পোশাক খাতে ব্যবসা শুরু করেন।
দীর্ঘ ৩২ বছর ধরে কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছেন ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। তিনি ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুুত ও রফতানিকারক সমিতির (বিজিএমিএ) সভাপতির দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত এই মেয়রের বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। তারা পাঁচ ভাই ও ছয় বোন। তিনি সবার ছোট। ১১ ভাইবোনের মধ্যে তার এক ভাই বিচারপতি তাফাজ্জল ইসলাম বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মঈনুল ইসলাম।