ফেসবুকের তথ্য চুরি হয়েছে কিনা, কীভাবে জানবেন

আনোয়ার হোসেন॥ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া এখন নতুন কিছু নয়। প্রতিনিয়ত ঘটছে এই ঘটনা। একথা খোদ ফেসবুক কর্তৃপক্ষও স্বীকার করেছে। আসলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করাই এই facebook totthoহ্যাকিংয়ের মূল উদ্দেশ্য। ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের সুবিধার্থে তাদের হেল্প সেন্টারে অ্যাকাউন্ট পরীক্ষা করার একটি সেবা যুক্ত করেছেন। যেসব ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে আশঙ্কায় রয়েছেন, তাঁরা এই সেবার মাধ্যমে অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখতে পারেনঃ
প্রথমে ডেস্কটপ থেকে ফেসবুক খুলুন এবং ফেসবুকের হেল্প সেন্টারে যান। হেল্প সেন্টারের লিংক https://www.facebook. com/help/securitynotice এরপরে স্ক্রল করে পেজের নিচে আসুন এবং সেখানে ‘Is my Facebook account impacted by the security issue?, বিষয়টি খুঁজে বের করুন। যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তবে ওই টপিকের নিচে তা দেখানো হবে। সেখানে বলে দেওয়া হবে আপনার কোন কোন তথ্য হ্যাকারদের কাছে চলে গেছে। তবে যে তথ্য চুরি হয়নি, তারও একটা তালিকা দেখতে পাবেন। যাঁদের ভাগ্য ভালো, তাঁদের ক্ষেত্রে কোনো ধরনের বার্তা দেখাবে না।

Leave a Reply

Your email address will not be published.