রাজধানীর চারদিকে স্যাটেলাইট সিটি নির্মাণের কাজ অব্যাহত রয়েছে

বা আ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর চারদিকে স্যাটেলাইট সিটি নির্মাণের অগ্রগতির কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সংসদে ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর চারপাশে ৪টি স্যাটেলাইট সিটি নির্মাণের জন্য পিপিপি পদ্ধতিতে বংশী থেকে ধামরাই, ধলেশ্বরী থেকে সিঙ্গাইর, ইছামতি থেকে সিরাজদিখান ও সাভারে হাইরাইজ অ্যাপার্টমেন্ট প্রকল্প নেয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ চলমান রয়েছে।rajdane cher deka satalit
এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের প্রকল্প নিয়েছে। এর দুটি বাস্তবায়ন করবে রাজউক আর দুটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।
রাজউকের অধীনে ২০২২ সালের মধ্যে কেরানীগঞ্জ মডেল টাউন এবং বন্যা প্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ কেরানীগঞ্জ মডেল টাউন প্রকল্প বাস্তবায়ন করবে।
অপরদিকে ২০২১ সালের মধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় ঢাকা দক্ষিণের কেরানীগঞ্জে প্লট উন্নয়ন ও পশ্চিমে সাভার উপজেলায় আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published.