কসবায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা, থানায় অভিযোগ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে গত ২৫ ফেব্রুয়ারি রাতে বুদ্ধিপ্রতিবন্ধি এক ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের গোলাম মোস্তফা ওরফে লনি মিয়া(৫৫)বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ পরদিন ২৬ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ দিলেও গতকাল শনিবার পর্যন্ত থানায় মামলা হিসাবে রেকর্ড হয়নি। তবে পুলিশ বলছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধির পাশেই বাড়ি করছেন গোলাম মোস্তফা। ওই প্রতিবন্ধি ব্যক্তিটিকে প্রায়ই চা-পান খাওয়ানোর জন্য ডেকে নিয়ে যেতো গোলাম মোস্তফা ওরফে লনি। গত ২৫ ফেব্রুয়ারি রাতেও বুদ্ধিপ্রতিবন্ধি ব্যক্তিটিকে ডেকে নেয়। পরে কৌশলে ওই গৃহবধূর ঘরে ফিরে আসেন মোস্তফা। পরে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এলে গোলাম মোস্তফা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে পরদিন ২৬ ফেব্রুয়ারি গোলাম মোস্তফার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই কসবা থানার এ.এস.আই কেশব ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি।
গত শুক্রবাার সরেজমিনে ওই গ্রামে গেলে গৃহবধূ কাঁদতে কাঁদতে বলেন, তার স্বামী একজন বুদ্ধি প্রতিবন্ধি। তাকে চা খাওয়ানোর কথা বলে বিভিন্ন সময় নিয়ে যায়। কখনো কখনো ১০/২০ টাকা দিয়ে অন্যত্র পাঠিয়ে দিতো। এ সুযোগে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। ওইদিনও তার স্বামীকে ডেকে দোকানে নিয়ে যায় এবং সেখান থেকে গোলাম মোস্তফা কৌশলে তার স্বামীকে দোকানে রেখে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় গৃহবধু আর্ত-চিৎকার করলে মোস্তফা দৌড়ে পালিয়ে যায়। গৃহবধু বলেন; থানায় মামলা দিলে পুলিশ আসেন কিন্তু মামলাটি এখনো রেকর্ড করা হয়নি। আসামীকেও গ্রেফতার করা হচেছনা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে একজন এ.এস.আইকে দায়িত্ব দেয়া হয়েছিল। পরে ওই এ.এস.আইকে পরিবর্তন করে এস.আই মিজানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, তদন্ত করে এ ব্ষিয়ে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে লনি মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনায় গ্রামের লোকজন ক্ষুব্দ। গ্রামবাসী দ্রুত গোলাম মোস্তফা লনিকে গ্রেফতার করে শান্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.