ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গত সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া ফ্রেন্ডস ক্লাব সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে এক ভলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্লাব’র সদস্যদের উৎফুল্ল রাখতে এ ধরনের প্রীতি ম্যাচ সহ বিভিন্ন ধরনের বিনোধনমুলক অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো.মাহফুজুর রহমান। তিনি বলেন বর্তমান সময়ে উঠতি বয়সের ছেলেরা নেশা, ইভটিজিং সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। আমাদের চারুয়া গ্রামের ছেলেরা যাতে সহজে কোনপ্রকার অপকর্মে জড়াতে না পারে এবং সকল প্রকার অসামাজিক কার্যকলাপে যাতে প্রতিবাদ করতে পারে সেদিকে খেয়াল রেখেই ফ্রেন্ডস ক্লাব নামে সংগঠনটি গড়ে তুলেছি ২০১৩ সালে। এ সংগঠনটিতে একটি পাঠাগার রয়েছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পাঠাগার নামে। এ পাঠাগারটিতে সব ধরনের বই রয়েছে যা পড়লে ছেলেরা ভাল কিছু শিখবে। এ সংগঠনটির প্রতি গ্রামের সব শ্রেনির মানুষের সমর্থন রয়েছে। এ সংঠগনের সদস্য সংখ্যা বর্তমানে ১১০ জন। সদস্যরা বাল্য বিবাহ, ইভটিজিং, নেশা করা সহ সকল অপকর্মের প্রতিবাদ করে গ্রামের মুরব্বীদের পরামর্শ নিয়ে। গ্রামের সকল প্রকার ভাল কাজে সংগঠনের সদস্যরা আর্থিক সহায়তা সহ অংশগ্রহন করে থাকে। আমি চাই আমার সংগঠনের সদস্যদের মতো গ্রামের সকল ছেলেরা এ সংগঠনের সদস্য হয়ে সকল প্রকার অপকর্ম থেকে দুরে থেকে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করুক।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post