প্রশান্তি ডেক্স॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন ও আবুল কাশেম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (৬ মার্চ) বিকেল পর্যন্ত যাচাই-বাছাইয়ে কসবা উপজেলায় ইসলামী ঐক্যজোটের প্রার্থী শাহীনুল হকের মনোনয়ন বাদ পড়ে। প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর জাল করে দেওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে শাহীনুল জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যায় তিনি নিজেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
কসবায় শুধু আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন মনোনয়ন দাখিল করেন। তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের একান্ত ব্যক্তিগত সহকারী ছিলেন। আর পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় একজন করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আখাউড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বাছাইয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসেন মিয়া, ছগির আহমেদ, ফখরুল ইসলাম খান ও আবদূন নূরের মনোনয়নপত্র বাতিল হয়। দু’জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকিয়া সুলতানা ও সাথীর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদের ভিত্তিতে জনাব রাশেদুল কাউছার জীবন ভুইয়া কসবা উপজেলা চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে জনাব মনির হুসেন নির্বাচিত হয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জনাব ফারহানা ছিদ্দিক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে, এই তিন প্রার্থীই জনাব আনিছুল হকের আস্থাভাজন এবং আশির্বাদপুষ্ট ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক মনোনীত। পাশাপাশি এলাকাবাসীর দ্বারা বাছাইকৃত।
আমরা অভিনন্দন জানাই এই বিজয়ের সারথীদের। আমরা তাদের সঙ্গে আছি এবং থাকব। সকল উন্নয়ন কর্মকান্ড একসঙ্গে এগিয়ে নিয়ে যাব। কসবা ও আখাউড়া বাসীর সকলকে ধন্যবাদ ও অভিনন্দন এই যোগ্যলোকদের মনোনিত করে উভয় উপজেলার সেবা করার সুযোগ দেয়ার জন্য।