জাপানে চাহিদা অনুযায়ী কর্মী দিতে প্রস্তুত বাংলাদেশ

প্রশান্তি ডেক্স॥ জাপানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মী প্রেরণে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।
গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে জনশক্তি রফতানি বিষয়ে জাপানের একটি প্রতিনিধিদল সাক্ষাতকালে তিনি একথা বলেন।japan chaheda
প্রতিমন্ত্রী জাপানের প্রতিনিধিদের বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনশক্তিকে ব্যবহার করে জাপান তার শ্রম ঘাটতি পূরণ করতে পারে।
বাংলাদেশের বিভিন্ন মেগা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জাপানী প্রতিনিধিদল। পরিদর্শন আলোকে তারা সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে তারা বলেন, এ বন্ধুত্ব একদিনের নয়, এটা অটুট রাখতে হবে।
জাপানের প্রতিনিধি দলে ছিলেন এমএলএস কর্পোরেশনের সিইও ওইকাওয়া ইউসুকি, মিয়ানমার ডাউই কালচার ইকোনমি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুয়ো মেগা, গকুবান কর্পোরেটিভ এর ডাইরেক্টর তেৎসুফুমি ফুজিসাওয়া প্রমুখ।
এ সময় মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশিক্ষণ) মো. শহীদুল আলম, এনডিসি ও উপসচিব কাজী আবেদ হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.