শিক্ষার্থীরা ইচ্ছে করলেই আর খারাপ সাইটে ঢুকতে পারবে না…তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইচ্ছে করলেই শিক্ষার্থীরা আর ‘খারাপ সাইটে’ ঢুকতে পারবে না। এজন্য সব ব্যবস্থা করা হচ্ছে। গত সোমবার দুপুরে নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।shekher thera
মন্ত্রী বলেন, আমি ইতিমধ্যে গত দুই সপ্তাহের মধ্যে ২০ হাজার খারাপ সাইট বন্ধ করে দিয়েছি ইন্টারনেট থেকে। মোস্তাফা জব্বার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের ও অভিভাবকদের বলতে পারি, ছেলেমেয়েদের ভবিষ্যত নিয়ে চিন্তিত।
ইন্টারনেটে ঢুকলেই নষ্ট হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করেন। ছয় মাসের ভেতরে এমন একটি ব্যবস্থায় যাব ছেলেমেয়েরা ইচ্ছা করলেও খারাপ জিনিসে ঢুকতে পারবে না।
মন্ত্রী বলেন, আজকের পৃথিবী পাঠ্যপুস্তক নির্ভর নয়। আমি যদি পাঠ্যপুস্তকের বাইরে লেখাপড়া না করি তাহলে আজকের দিনে চলবে না। যদি জ্ঞান দিতে চাই। তোমাদের হাতে জ্ঞানের উৎস দিতে হবে। সব থেকে বড় জ্ঞানের উৎস ইন্টারনেট। ইন্টারনেটে খারাপ জিনিস আছে। এই খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে।
তিনি বলেন, এখন দেখি বাচ্চাদেরকে বাবা-মারা গেইম খেলতে দেয় না। আমি কিন্তু ঠিক উল্টা মানুষ। আমি মনেকরি বাচ্চাদের প্রত্যেকের গেইম খেলা উচিত।
“গেইম খেলে কোনো সন্তান নষ্ট হয়েছে আমার অভিজ্ঞতায় নেই। সন্তান যদি নষ্ট হয় তাহলে বাবা-মায়ের যতেœর অভাবে নষ্ট হয়। আশেপাশের পরিবেশ ও বন্ধু-বান্ধবের জন্য নষ্ট হয়।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, চারপাশে যা আছে সবই ভালো না। খারাপও আছে। ইন্টারনেট হলো সব থেকে বড় লাইব্রেরি। সেইটুকু নেব যেটুকু আমার জন্য ভালো। সঠিকভাবে যদি চল তাহলে সমস্যা থাকার কথা না।
প্রখ্যাত এ প্রযুক্তিবিদ বলেন, মা’র কাছে কোনো দিন মিথ্যা কথা বলবে না। তাহলে তুমি খারাপ কাজও করবে না। এটা আমার অভিজ্ঞতা। প্রত্যেক সন্তান মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, শ্রদ্ধা-সম্মান করে।

Leave a Reply

Your email address will not be published.