কসবায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোরের জন্য দুদকের অর্থ প্রদান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সততার শিক্ষা দিতে সততা স্টোর চালুর আয়োজন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কসবা মহিলা ডিগ্রী কলেজ ও কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর চালু করতে যাচেছ দুদক। গত মঙ্গলবার দুপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর চালু করার অর্থ উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের নিকট প্রদান করেন দুদকের এডি ফরহাদ হোসেন ও সমন্বয়কারী কর্মকর্তা অমূল্য চন্দ্র দেবনাথ। উল্লেখ্য পূর্বে উপজেলার আরো চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর চালু করেছেন দুদক।
এ উপলক্ষে কসবা মহিলা ডিগ্রী কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.তসলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুদুকের এডি ফরহাদ হোসেন, সমন্বকারী অমূল্য চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসকøাব সাবেক সভাপতি বিটিভি জেলা প্রতিনিধি মো.আরজু, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা দুপ্রক সাধারন সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু।

Leave a Reply

Your email address will not be published.