কসবায় তামিম হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক আলহাজ্ব শাহআলম ডিগ্রী কলেজের ২য় বর্ষের মেধাবী ছাত্র মাজহারুল ইসলাম তামিম kasba tamemহত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গত সোমবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুরে এই বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এলাকাবাসী। এ সময় মানববন্ধনে ছেলে হত্যাকারীদের বিচারের দাবীতে মাননীয় আইনমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তামিমের বৃদ্ধা মা ফরিদা ইয়াসমিন ও বড় ভাই আবুল কালাম আজাদ সহ এলাকাবাসী।
বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন: মুক্তিযোদ্ধা আবদুল করিম, কসবা মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক নজরুল ইসলাম,
নয়নপুর বাজার কমিটির সেক্রেটারী আবুল খায়ের, ছাত্রলীগ সহ-সভাপতি মো.জসিম, যুবলীগ নেতা আল-আমিন, শরীফুল ইসলাম ও বায়েক ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি নাসিমা আক্তার। উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে তামিমকে ডেকে নিয়ে যায় শাকিব সহ হত্যাকারীরা এবং অনেক খোজাখুজির পর পরদিন ২৬ ফেব্রুয়ারি বিকেলে সীমান্তের ২০৪৯ নং পিলারের কাছ থেকে তামিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই বাদী হয়ে শাকিব সহ ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published.